দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে তিন ব্যাচের এই প্রশিক্ষণ উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে গ্রাম আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া, মামলা গ্রহণ ও নিষ্পত্তি, স্থানীয় বিরোধ সমাধানে আইনি কাঠামোর ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়ক হবে।








































আপনার মতামত লিখুন :