Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রামপালে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার


দৈনিক পরিবার | রামপাল (বাগেরহাট) প্রতিনিধি মে ১৭, ২০২৫, ০১:৪৬ পিএম রামপালে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে রামপাল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বসতবাড়ি থেকে ধর্ষণের অভিযোগে  আসামী মো. মনির শেখ (৫৫) কে গ্রেপ্তার করে। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়ন এর মৃত শাহাবুদ্দিন শেখ এর পুত্র। 
রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আইনগত  প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।

Side banner