Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটানো জিহাদ গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ১০, ২০২৫, ০৭:৫১ পিএম লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটানো জিহাদ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এক নারীকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ (২৪)। তিনি মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিণ ইসলামপুর এলাকার মনির হোসেনের ছেলে।
পোস্টে বলা হয়, গত ৯ মে সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এমভি ক্যাপ্টেন নামক লঞ্চের যাত্রীদের স্থানীয় কিছু তরুণ কর্তৃক মারধরের ঘটনা ঘটে। এ সময় দুই তরুণীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনার সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লঞ্চের যাত্রীদের নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করে।
এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার নিশ্চিত করেছেন।
এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের পোশাক পরিহিত এক তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে নিয়ে লাঠিসদৃশ বস্তু দিয়ে পেটাচ্ছেন এক যুবক। এ সময় ৫০-৬০ জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করতে দেখা যায়। পরে জানা যায়, মারধরকারী যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ। তার বাড়ি মুন্সীগঞ্জ শহরে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদ বলেন, স্থানীয় ২০০-৩০০ লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষ তরুণীদের জামাকাপড় টেনে খুলে ফেলত। আরো বেশি হেনস্তা করত। 

Side banner