ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ৩৬ বছর পর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকাল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার।
প্রধান অতিথি ইউএনও ফেরদৌস আরা বলেন, বাঞ্ছারামপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এই প্রেসক্লাব ভবনের মধ্য দিয়ে। প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে এবং সর্বাত্মক সহযোগিতা করবে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেইল আহমেদ, শাহিন আহমেদ সাজু, আলাউদ্দিন সাদি সহ কমিটির সদস্যরা।
উল্লেখ্য, প্রায় ৩৭ বছর আগে বাঞ্ছারামপুরের গর্বিত সন্তান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম বাঞ্ছারামপুর প্রেসক্লাবের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন ৬ শতক জায়গা কিনে দেন। দীর্ঘদিন নির্বাচিত কমিটি না থাকায় ও নানাবিধ বাধা বিপত্তির কারণে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রেসক্লাব গঠনের ৩৬ বছর পর নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হলে এই কমিটি ভবন তৈরি উদ্যোগ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :