বগুড়া সোনাতলা থানা-পুলিশের চিরুনি অভিযানে একজন ভিকটিম উদ্ধার ও চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রাজনৈতিক মামলার আসামি। এরা হলেন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোরগাছা ইউনিয়নের উত্তর বয়ড়া গ্রামের জান্নাতুল ফেরদৌস রুম্পা (৪৩) ও তার স্বামী নজমুল মাহমুদ তুহিন (৫৫), পাকুল্যা ইউনিয়নের চারালকান্দি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বেকুল (৫৫) ও তার ছেলে পাপুল মিয়া (৩০)।
এদিকে অপহরণ মামলায় (ছদ্মনাম) শান্তিনী নামের অপহৃত এক সন্তানের জননীকে উদ্ধার করে পুলিশ।
সোনাতলা থানার এসআই গৌতম চক্রবর্তী জানান, হরিখালী পার্শ্ববর্তী পশ্চিম তেকানীর স্বপন কুমার শীলের ছেলে মানিক কুমার শীল বছর চারেক আগে গাইবান্ধায় এক শীল পরিবারের মেয়েকে বিয়ে করে। মানিক এর সাথে সংসার জিবনে এক সন্তান পৃথিবীতে আসে। তবে মেয়েটি পরকিয়ায় আসক্ত থাকার কারণে ধর্মান্তরিত হয়। এসংক্রান্ত থানায় মানিক শীলের দেয়া মামলায় মেয়েটিকে উদ্ধার করে আদালতে প্রেরণ করি।
অপরদিকে সোনাতলা থানার এসআই আক্কাস আলী বলেন, গতবছর সেপ্টেম্বর মাসে বিএনপির উপজেলা রাজনৈতিক কার্যালয় ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিকান্ডের ঘটনায় সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা বাদি হয়ে মামলা দায়ের করেন। সে মামলায় গত বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক অভিযান চালিয়ে আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রুম্পা ও তার স্বামী তুহিন, বেকুল ও পাপুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মিলাদুন-নবী বলেন, অপহরণ মামলার এক ভিকটিম উদ্ধার সেই সাথে ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পা ও তার স্বামী সহ মোট চারজনকে গ্রেফতার করে (৯ই মে) শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলাখানায় প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :