কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন কে ফুল দিয়ে বরণ করে নেন।
বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিলন হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :