শেরপুর জেলার নালিতাবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজনে উপজেলা প্রশাসন নালিতাবাড়ী শেরপুর এর বাস্তবায়নে, নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আইসিটি বিষয়ক উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা সভাকক্ষ (মেঘমালায়) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিছুর রহমান। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল কবীর ও উপজেলা আইসিটি কর্মকর্তা আল আমীন ফারুক সহ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকবৃন্দ।
আইসিটি উদ্ভাবণী নিয়ে বক্তব্য রাখেন আইসিটি কর্মকর্তা, শিক্ষক সাখাওয়াত হোসেম ও কমল দেবনাথ। প্রতিযোগীতায় উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা আনন্দের সাথে এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে নিজেদের উদ্ভাবণী বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। এতে তাদের দক্ষতা ও নিজস্ব চিন্তার প্রকাশ পায়। প্রতিযোগীতা শেষে ১ম স্থান অর্জন করেন তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানা রেছা, ২য় স্থান লাভ করেন হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সাফায়েত সালেহীন সিজান এবং ৩য় স্থান অর্জন করেন ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের আরফিন জাহান আলো।
অনুষ্ঠান শেষে সভাপতি মোঃ আনিছুর রহমান বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদেরকে উৎসাহ ও প্রেরণা দেন।
আপনার মতামত লিখুন :