Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
পিবিপ্রবি উপাচার্য

শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারেন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৬:৫২ পিএম শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারেন

পিরোজপুর সরকারি মহিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পিবিপ্রবি উপাচার্য বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরো বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারেন।’
পিবিপ্রবি উপাচার্য আরো বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে ১৩২ শিশু-কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছে। আমরা দেখেছি, ছাত্র-জনতার মিছিলে নারীরা কিভাবে নেতৃত্ব দিয়েছেন।
এ ছাড়া আরো বিভিন্ন জায়গায় আমরা দেখি, নারীদের নেতৃত্ব, নারীরা অনেক সাহসী ভূমিকা পালন করছেন। মেয়েরা যে আমাদের সমাজের অংশ, এটা যেন আমরা ভুলে না যাই। মেয়েরা যেন কোনোভাবে পিছিয়ে না যান এ জন্য আমরা যে যেভাবে পারি, নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব।’
পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মেডিক্যাল কলেজসহ অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরো ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন পিবিপ্রবি উপাচার্য। সফলতার জন্য শিক্ষার্থীদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান তিনি।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অধ্যক্ষ পান্না লাল রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Side banner