দেশের আরও তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গত দুই মাসে ৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।
সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে মাধ্যমিক বিদ্যালয় তিনটি সরকারি করার কথা জানানো হয়।
সরকারি হওয়া স্কুল তিনিটি হলো খুলনার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ঈস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ এম সি আদর্শ বিদ্যালয়।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়, মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :