Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
হাবিপ্রবির শিক্ষার্থীদের

এক দফা দাবিতে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ


দৈনিক পরিবার | কামরুল হাসান জুলাই ১০, ২০২৪, ০৫:০৭ পিএম এক দফা দাবিতে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে নূন্যতম ৫ শতাংশ কোটা রেখে বাকি সকল কোটা বাতিলের এক দফা দাবিতে এই অবরোধ করেন শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে হাবিপ্রবির প্রধান ফটক ঢাকা-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন । এসময় তাঁরা আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
এর আগে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এসময় তাঁরা বক্তব্য রাখেন এবং 'মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পুরো ঢাকা -দিনাজপুর মহাসড়ক।
আন্দোলনে অংশ নেওয়া তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলন যৌক্তিক। আমাদের একটাই দাবি সরকারি চাকরিতে নূন্যতম ৫ শতাংশের বেশি কোটা রাখা যাবে না। সেই ৫ শতাংশ কোটা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

Side banner