Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে


দৈনিক পরিবার | মনির মোল্যা মার্চ ১৪, ২০২৫, ০২:৪৫ এএম গোপালগঞ্জে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১ শ’ ৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ সারাদেশের মতো গোপালগঞ্জের পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫ শ’ ৭২ শিশুকে নীল রং এর ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫ শ’ ৩১ শিশুকে লাল রং এর ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলার সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সমন্বয়ে এক আলোচনাসভায় তিনি একথা জানিয়েছেন। 
আলোচনাসভায় মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, জানান, ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৭টি স্থায়ী ও ১৭০৯টি অস্থায়ী কেন্দ্রে ২ শ’ ১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪ শ’ ৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

Side banner