Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রামগতিতে কেয়ার স্পেশালাইজড হাসপাতালের ফ্রি চিকিৎসা


দৈনিক পরিবার | তারেক মাহমুদ মে ২, ২০২৪, ১১:৩৬ এএম রামগতিতে কেয়ার স্পেশালাইজড হাসপাতালের ফ্রি চিকিৎসা

লক্ষ্মীপুরের রামগতিতে কেয়ার স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ৮ টা হতে রামগতি উপজেলার অজপাড়াগাঁ চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে এই সেবা প্রদান করা হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন প্রদান, সুন্নতে খতনা, বিনা মূল্যে ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।
রামগতির প্রায় বেশিরভাগই মানুষ চরাঞ্চালে বসবাস করে বিধায় উন্নত চিকিৎসা সেবা কিংবা  ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন না। এতে রোগাক্রান্ত হয়ে জীবনযাপন করতে হয় তাদেরকে। এ চিকিৎসা ক্যাম্প এ অঞ্চলের  মানুষের সেবাকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করেন হাসপাতালে কতৃপক্ষ এবং স্থানীয়রা।
এতে উপস্থিত ছিলেন চর আলগীর সাবেক চেয়ারম্যান আবদুল ওয়ারেস, কেয়ার স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শেখ মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফুয়াদ ইবনে রহিম ও কামাল উদ্দিন সহ আরো অনেকে।

Side banner