Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দ. আফ্রিকায় খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক মে ২৪, ২০২৫, ০৮:০১ পিএম দ. আফ্রিকায় খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় একটি খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনিতে প্রবেশ ও বের হওয়ার জন্য যে লিফট রয়েছে সেটি ভেঙে যাওয়ার পর শ্রমিকরা গত বৃহস্পতিবার আটকা পড়েন। এরপর গতকাল শুক্রবার (২৩ মে) ক্লোফ নামের এ স্বর্ণ খনি থেকে তাদের জীবিত বের করে আনা সম্ভব হয়।
খনিটি পরিচালনা করা কোম্পানি জানিয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে প্রথমে ৭৯ শ্রমিককে মাটির উপরে নিয়ে আসা হয়। এর ছয় ঘণ্টা পর বাকি সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় কোনো শ্রমিক আহত হননি বলে জানিয়েছে তারা। শ্রমিকরা চাইলে জরুরি বহির্গমন পথ ব্যবহার করে বের হতে পারতেন বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এজন্য শ্রমিকদের লম্বা পথ হাঁটতে হতো।
খনিতে শ্রমিকরা আটকে পড়ার পর তাদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় তারা স্বজনদের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে সব শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হবে।
দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়ন জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকরা আটকা পড়েন। কিন্তু ২০ ঘণ্টা পার হয়ে গেলেও শ্রমিকদের উদ্ধার করা না হলে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় তারা।
এদিকে খনি পরিচালনা করা কোম্পানিটি জানিয়েছিল, শ্রমিকরা ঝুঁকিতে ছিলেন না। কারণ তারা খনির অস্থায়ী উপকেন্দ্রে অবস্থান নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন খনিতে দেশটির অনেক মানুষ কাজ করেন। দেশটি প্লাটেনিয়ামসহ অন্যান্য খনিজ পদার্থ রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় খনিতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকায় ২০২৪ সালে ৪২ এবং ২০২৩ সালে ৫৫ খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।
সূত্র: এএফপি

Side banner