Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
জাপানে গণস্বাক্ষর

কুমিল্লা নামে বিভাগ চাই


দৈনিক পরিবার | জাপান প্রতিনিধি মে ৪, ২০২৩, ০৯:২৩ পিএম কুমিল্লা নামে বিভাগ চাই

কুমিল্লা বিভাগ দাবির প্রবক্তা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার জাপান সফরে আসেন। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ তাকে সংবর্ধনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত দাবি নয়, দক্ষিণ পূর্ব জনপদের জনতার দাবি। তিনি আরও বলেন, কুমিল্লা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে এবং প্রবাসীদেরকেও দেশের বিনিয়োগকারীতে পরিণত হওয়ার আহবান জানান। তারপর তিনি টোকিও বৈশাখী মেলাতেও বক্তব্য রাখেন। ইতোপূর্বে 'কুমিল্লা' নামেই বিভাগ ঘোষণার দাবিতে জাপানে বসবাসরত প্রবাসীদের গণস্বাক্ষর সম্বলিত বই জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জমা দেয়া হয়েছে।

 

Side banner