নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ রিদয় (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রিদয় যশোর জেলার কোতয়ালী থানার বি বি রোডের মোঃ ইনতাজুল হকের ছেলে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে নড়াইল সদর থানার আওতাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্থ মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে এ অভিযান চালানো হয়। নড়াইল থেকে লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারের সময় রিদয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :