Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মা মেয়ে গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১৯, ২০২৫, ১১:৫৩ পিএম থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মা মেয়ে গ্রেপ্তার

বরগুনায় একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার সোহান নামে এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা মহিলা দলের সভানেত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বুধবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 
গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)। 
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১০ টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড এলাকার মিজান টাওয়ার নামের একটি মার্কেটের সামনে থেকে সোহান নামে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশির জন্য থানায় নিয়ে এসে নারী ও শিশু হেল্প ডেস্ক নামের একটি রুমে রাখা হয়। এর কিছুক্ষণ পরেই ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম থানার অফিস কক্ষে প্রবেশ করে। 
এ সময় ইসরাত জাহান শিরিন নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে সোহানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে হুমকি ধামকি দিতে থাকেন। একপর্যায়ে তারা থানার নারী ও শিশু হেল্প ডেস্কের রুমের ভেতরে প্রবেশ করেন। 
এছাড়াও গ্রেপ্তার সোহানকে থানার হাজতখানায় নিতে নিষেধ করেন তারা। তবে পুলিশ আসামিকে হাজতখানায় নিতে চাইলে তারা পুলিশকে ধাক্কা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিয়ে জোরপূর্বক অফিস রুমের বাহিরে বের করে দেয়। পরে ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম থানার বারান্দায় দাঁড়িয়ে লোকজন জড়ো করে ডাকচিৎকার দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। 
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গতকাল রাতে একটি প্রতারণা মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় উপজেলা মহিলা দলের সভানেত্রী দাবি করে এক নারী ও তার মেয়ে থানায় প্রবেশ করে। পরে তারা ওই গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে খারাপ আচারণ ও জোর জবরদস্তি করলে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

Side banner