Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০


দৈনিক পরিবার | জাহাঙ্গীর আলম নভেম্বর ২৬, ২০২৪, ০৮:০৫ পিএম দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার (২৬ নভেম্বর) মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
উপজেলাজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ওয়ারেন্টভূক্ত দন্ডপ্রাপ্ত পলাতক আসামী, মাদক ব্যবসায়ী ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিঘ্নিতকারী অপরাধীদের গ্রেফতারে বিশেষ ভূমিকা দুর্গাপুর থানা পুলিশের। 
গ্রেফতারকৃত আসামিরা হলো ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আমজাদ আলী (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের পুত্র রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের পুত্র রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর পুত্র আব্দুল কাদের (৪৭), মাদকদ্রব্য মামলায় সিংগা পূর্বপাড়া গ্রামের সাদিক আলীর পুত্র শুভ (২৬), নাশকতা ও বিস্ফোরক মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার পুত্র ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), মেহের সরকারের পুত্র দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪৫)। 
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিভিন্ন মামলায় দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদ এর ভিত্তিতে গত ২৫ নভেম্বর সোমবার দিবাগত রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৫ জন পলাতক আসামি ও মাদক মামলায় একজন এবং গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা সহ নাশকতার সৃষ্টির অপরাধে বিস্ফোরক ও নাশকতা মামলায় অপর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Side banner