Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মানবিক শওকতকে রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা


দৈনিক পরিবার | রয়েল দত্ত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:০৮ পিএম মানবিক শওকতকে রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা

বেওয়ারিশ মানুষদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক শওকত। 'মানুষ মানুষের জন্য' বিষয়টির বাস্তব উদাহরণ যেন তিনি। সমাজের প্রত্যেকে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসলে মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মো.শওকত হোসেন পিপিএমকে রাউজান প্রেস ক্লাবের আয়োজনে সংগঠনের কার্যালয়ে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর চৌধুরী। 
রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যাপক মো. ফারুক, একেএম ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তসলিম উদ্দিন।
বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সহ সভাপতি  মো.হাবিবুর রহমান, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবীবি, সহ সভাপতি যীশু সেন, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী, সহ সম্পাদক আমির হামজা, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।
শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধীয় অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর