Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:৫৩ পিএম সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। সভায় পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের তথ্য এবং গঠনমূলক সমালোচনাই পুলিশকে সঠিক পথে কাজ করতে সাহায্য করে।”  ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলব ইনশাআল্লাহ। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। পাশাপাশি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধ পরিকর।
পুলিশ সুপার আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এটি নিশ্চিত করতে ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner