Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

সাংবাদিক ফারুক আহমেদের বাবার ইন্তেকাল


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম জুলাই ৬, ২০২৪, ০৯:১৩ পিএম সাংবাদিক ফারুক আহমেদের বাবার ইন্তেকাল

দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদের পিতা হাজী আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্না-----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি নিজ বাসভবন জেলার গাংনী উপজেলার হাড়ীয়াদহ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আব্দুল বারী ইতোপূর্বে কাজের সুবাদে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এলাকায় পরোপকারী, দানশীল ও ভালো মনের মানুষ হিসেবে উনি সুপরিচিত ছিলেন।
শনিবার (৬ জুলাই) সকাল ১০ টার দিকে হাড়ীয়াদহ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থান ময়দানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে, মরহুম আব্দুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর