Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
খলিলুর রহমান

আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমানকে সে কথা বলতে হয়


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২৫, ০৭:৫০ পিএম আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমানকে সে কথা বলতে হয়

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমার একটাই জাতীয় নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব। আমি এখানে আসার আগে পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি। কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই।
বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।
তিনি বলেন, আমি আবেদন করবো, আপনারা বুঝে শুনে কথা বলেন। আপনারা যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করুন।

Side banner