মসজিদ ইসলামী সমাজের কেন্দ্রবিন্দু। প্রতিদিন পাঁচবার মসজিদে একত্রিত হন মুসলমানেরা। মহানবী (সা.) মসজিদ থেকেই মানুষকে ইসলামের বাণী শোনা যেত। মদিনায় তিনি মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চালু করেছিলেন। জীবদ্দশায় তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। মহানবী (সা.) এর স্মৃতিবিজড়িত পাঁচটি মসজিদ তুলে ধরা হলো এখানে
১. মসজিদুল হারাম
ইসলামের পবিত্রতম ও মহিমান্বিত স্থান হলো মসজিদুল হারাম। এর কেন্দ্রস্থলে রয়েছে কাবা, যাকে ঘিরে মুসলমানদের ইবাদতের দিক নির্ধারিত। আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন— তোমরা নামাজের সময় কাবার দিকে মুখ কর। (সূরা বাকারা, আয়াত : ১৪৯)
এই মসজিদের ফজিলত প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন— অন্য যেকোনো মসজিদের তুলনায় এখানে আদায়কৃত এক রাকাত নামাজের সওয়াব এক লক্ষ রাকাত নামাজের সমান। (ইবনে মাজাহ, হাদিস : ১৪০৬)
২. মসজিদে নববী
হিজরতের পর মদিনায় যে জমিতে নবীজি (সা.) এর উট বসেছিল, সেখানেই তিনি গড়ে তোলেন মসজিদে নববী। জায়গাটি ছিল দুই এতিম ছেলের মালিকানাধীন। তিনি তা কিনে নেন এবং সাহাবিদের সহযোগিতায় নির্মাণ করেন এই মসজিদ।
এই মসজিদ শুধু নামাজের জায়গাই ছিল না, বরং মুসলিম সমাজের প্রাণকেন্দ্র ছিল। সাহাবিরা এখানে থাকতেন, শিক্ষা গ্রহণ করতেন, এবং রাসুলুল্লাহ (সা.)-এর নিকট থেকে দ্বীন শিখতেন।
হাদিসে রাসূল (সা.) বলেছেন— মসজিদে হারাম ছাড়া অন্য যেকোনো মসজিদের চেয়ে আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ হাজার রাকাতের চেয়েও উত্তম।” (বুখারি: ১১৯০; মুসলিম: ১৩৯৪)
৩. মসজিদুল আকসা
জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। মেরাজের রাতে রাসুল (সা.) বুরাক নামক বাহনে এখানে এসে নবীদের ইমামতি করেন।
এখানে নামাজের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেন— মসজিদুল হারামে একটি নামাজ এক লক্ষ, মসজিদে নববীতে একটি নামাজ এক হাজার এবং বাইতুল মাকদাসে একটি নামাজ পাঁচশত নামাজের সমান। (মাজমাউয যাওয়াইদ, ৪/১১)
৪. মসজিদে কুবা
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে কুবা। হিজরতের সময় মদিনার প্রান্তে কুবা নামক স্থানে নবীজি (সা.) এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। তিনি নিজ হাতে গড়েছেন এই মসজিদের কাঠামো, সাহাবিদের সঙ্গে কাজ করে।
জমিটি ছিল হজরত কুলসুম ইবনে হিদম (রা.)-এর খেজুর শুকানোর একটি খালি জায়গা। তিনি আমর ইবনে আওফ গোত্রের একজন প্রধান ছিলেন। নবীজি (সা.) এখানে প্রায় ১০ থেকে ১৪ দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন।
৫. মসজিদে কিবলাতাইন
এই মসজিদটি মদিনায় অবস্থিত, যেখানে নামাজের সময় কিবলা বদলের ঐতিহাসিক ঘটনা ঘটে। প্রথমে মুসলমানরা বাইতুল মাকদাস অভিমুখে নামাজ পড়তেন, পরে নির্দেশ আসে কাবার দিকে মুখ করে নামাজ আদায়ের। এই পরিবর্তন হয় এই মসজিদেই। তাই মসজিদটির নাম রাখা হয় “দুই কিবলার মসজিদ” বা মসজিদে কিবলাতাইন।
আপনার মতামত লিখুন :