Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান উৎসব পালিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার মে ১, ২০২৫, ০৭:৫৫ পিএম সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান উৎসব পালিত

বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামে সনাতন ধর্মালম্বীদের পূণ্যস্নান উৎসব পালিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জলে চলে এই উৎসব।
পূণ্যস্নান উৎসবের আয়োজক কমিটির সদস্যরা বলেন, বৈশাখ মাসের অক্ষয় তিথিতে এ উৎসব পালন হয়। এতে আমাদের আশপাশের এলাকা সেই সাথে বিভিন্ন এলাকা থেকে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের আগমনের ফলে তা মিলন মেলায় পরিণত হয়। 
স্নান উৎসব পালন করতে আসা সুধীর চন্দ্র বলেন, ধর্মাবলম্বীরা অনেক বছর যাবত বৈশাখ মাসের অক্ষয় তিথিতে এঘাটে স্নান উৎসব পালন করে। তাই আমরা এসেছি পূণ্য লাভের আশায়। ঘাটে গিয়ে দেখা গেল সনাতন সম্প্রদায়ের পূর্ণাথী নারী ও পুরুষরা নদীতে স্নান পূর্বে পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ করে জলে পূণ্যস্নান করছেন। 
এ উপলক্ষে স্নানযাত্রীদের কাপড় পরিবর্তনের জন্য বেষ্টনী এছাড়াও ভজন, কীর্তনের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। তবে চলে বেলা ১২টা পর্যন্ত। উৎসবে আসা পূণ্যার্থী ভক্ত গৌতম সাহা বলেন, ভাগবতের শ্লোকে আছে মা গঙ্গা সদাচার ও সাধুগুরু বৈষ্ণবের পদধুলী পাওয়ার আসায় পথ চেয়ে থাকে। তবে সাধু গুরুর চরণ ধুলী পেলে মা গঙ্গাসহ উভয়ে ধন্য হয়ে মিলবে পূণ্য অর্জন। 
এদিকে পূণ্যস্নান উপলক্ষে গ্রামে বসেছে বিশাল মেলা। মেলায় বিনোদনের জন্য নাগর দোলা, নৌকা, চরকি সহ হরেক রকমের পণ্যের পসড়া সাজিয়ে বসেছিলেন দোকানীরা, চলে দিনভর জমজমাট বেচাকেনা।

Side banner