Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ২, ২০২৫, ১০:০৮ পিএম লক্ষ্মীছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর ওই কিশোরী মামলা করলে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান লক্ষ্মীছড়ি থানার ওসি মু. খালেদ হোসেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার জুর্গাছড়ি এলাকার মো. মফিজুল ইসলাম (৩১) এবং গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা আবু তালেব গাজী (২৮)।
মামলার বরাতে ওসি খালেদ হোসেন বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে ১৮ বছরের ওই কিশোরী বাড়ির পাশে পাহাড়ের ছড়ায় গোসল করতে যায়। এ সময় আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা দুই যুবক ওই কিশোরীর মুখ চেপে ধরে ছড়ার পাশে ঝোপে নিয়ে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, মামলার এজাহারে দেওয়া আসামিদের শারীরিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় রাত পৌনে ৩টার দিকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী কিশোরী আসামিদের শনাক্ত করে।
আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি খালেদ হোসেন।

Side banner