Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ডোমারে ফুলে সাজানো রিকশায় বিদায় নিলেন শিক্ষক


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ মে ১, ২০২৫, ০৭:৪৫ পিএম ডোমারে ফুলে সাজানো রিকশায় বিদায় নিলেন শিক্ষক

চাকুরি জীবনের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে নীলফামারীর ডোমারে ফুল দিয়ে সাজানো রিকশায় কর্মস্থল থেকে বাড়ি অব্ধি পৌঁছিয়ে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগে প্রধান শিক্ষককে বিদায় জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
উপজেলার নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএএম আকতার জাহান বিউটির অবসর গ্রহণ উপলক্ষ্যে বুধবার (৩০শে এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়েছে বিদায় সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএএম আকতার জাহান বিউটি। এসময় বিদ্যালয়টির সহকারী শিক্ষক, অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএএম আকতার জাহান বিউটির কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এছাড়া তার অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন তারা।
পরে, ফুল ও বেলুন দিয়ে সাজানো এক রিকশায় তাকে বিদায় জানানো হয়। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার বিদায়ে আবেগাপ্লুত হন সহকর্মী ও শিক্ষার্থীরা।

Side banner