Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

কুড়িগ্রামে ভোগডাঙ্গা মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 


দৈনিক পরিবার | মো. রফিকুল ইসলাম আগস্ট ২৭, ২০২৫, ০৬:২৯ পিএম কুড়িগ্রামে ভোগডাঙ্গা মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

কুড়িগ্রাম জেলা সদরের অন্যতম বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী ভোগডাঙ্গা মডেল কলেজের কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মো. দবির উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি ও কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা। 
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা মডেল কলেজের আজীবন দাতা সদস্য চৌধুরী আফরোজ জাহান লাভলী, ৩নং ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইদুর রহমান প্রমুখ। 
ভোগডাঙ্গা মডেল কলেজের কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক, সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুল হক, প্রভাষক মোঃ নুরুন্নবী মিয়া, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, রাজারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ইসলামপুর এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আতাউল গনি ওসমানী। 
ভোগডাঙ্গা মডেল কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা এবং কলেজটির সার্বিক উন্নয়ন সব সময় ভূমিকা রাখার কারণে অনুষ্ঠানে ৩নং ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। সেই সাথে কলেজের সার্বিক উন্নয়নের জন্য ভোগডাঙ্গা মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি ও কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এবং কলেজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকার জন্য আজীবন দাতা সদস্য চৌধুরী আফরোজ জাহান লাভলীকে সম্মাননা প্রদান করা হয়। 
এ সময় কলেজের অভিভাবকদের ফুল দিয়ে বরণ এবং বিভিন্ন সময় ভালো ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Side banner