গোপালগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।
এরপর বেলা ১১ টায় জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপপরিচালক এইচ এম শাহাদত প্রমূখ বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে পুলিশ লাইন মোড়ে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ রিজভি আহম্মেদ, যুগ্ম আহবায়ক মো. রিপন দাড়িয়া, জমির উদ্দিন, সজীব শেখ, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাবু ফকির, শ্রমিকদল নেতা ইয়াকুব শেখ প্রমুখ।
আপনার মতামত লিখুন :