Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা 


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  মে ১, ২০২৫, ০৬:৫৮ পিএম সরিষাবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, ও বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটির উদযাপন করেছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সরিষাবাড়ী শ্রম কল্যাণ কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সরিষাবাড়ী শ্রমকল্যাণ কার্যালয়  সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মেনে নিতে হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি লিজা রিছিল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
জামালপুর জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ ম্যাকানিক ইউনিয়ন সরিষাবাড়ী শাখা পৃথকভাবে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন।
মোটরসাইকেল ওয়াকসপ ম্যাকানিক ইউনিয়ন সরিষাবাড়ী শাখার আহ্বায়ক জাকির হোসেন বলেন, মহান মে দিবস উদযাপন উপলক্ষে পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।

Side banner