প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির কাজ করেছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তখন চলছিল করোনাকালীন ঘরবন্দী সময়। সেই অসময়ে ঘরে আটকে পড়া মানুষের জীবনযাপনের চিত্রটাই ফুটিয়ে তোলার মানসে সিনেমাটির কাজ হাতে নেন তিনি। সিনেমার নাম ঠিক করেন ‘জয়া আর শারমিন’। এটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান। চলতি মাসের ১৬ তারিখ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
‘জয়া আর শারমিন’ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পিপলুর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত হন জয়া আহসান। এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। দীর্ঘদিন পর সিনেমাটি আলোচনায় এসেছে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।’
নির্মাতা পিপলু আর খান বললেন, ছোট্ট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। এরই মধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট ভুবন। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান এ সিনেমা।
মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ের মধ্যে সীমিত একটি দল নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। যৌথভাবে এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম।
আপনার মতামত লিখুন :