Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শারীরিক খোঁজখবর নেওয়ায় সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০২৫, ০৬:১০ পিএম শারীরিক খোঁজখবর নেওয়ায় সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অসুস্থ হওয়ার খবর শুনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে রবিবার (২০ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সেনাপ্রধানকে ধন্যবাদ জানান জামায়াত আমির। 
ফেসবুকে অ্যাডমিন লিখেছেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।
অ্যাডমিন আরও লেখেন, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এজন্য তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় মহাসমাবেশে বক্তব্য দেওয়ার শুরুতেই অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এর কিছুক্ষণ পর তিনি আবারও দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আবারও পড়ে যান। পরে মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য দেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Side banner