Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের খবর পেতে জরুরি যোগাযোগের নম্বর


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০৬:৩৫ পিএম নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের খবর পেতে জরুরি যোগাযোগের নম্বর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। অনেক শিক্ষার্থীকে খুঁজে পাচ্ছে না তার বাবা-মা। সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে পেজে নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জানতে জরুরি যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে।
যারা খুঁজে পাচ্ছেন না তারা জরুরিভিত্তিতে যোগাযোগ করতে পারেন নিচের নম্বরগুলোতে:
মিলিটারি রেস্কিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২
সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯
সিএমএইচ ইমার্জেন্সি: ০১৭৬৯০১৩৩১১
মাইলস্টোন স্কুল অ্যাডমিন: ০১৮১৪৭৭৪১৩২‬
ভাইস প্রিন্সিপাল: ০১৭৭১১১১৭৬৬
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

Side banner