Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সিংড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ২২, ২০২৫, ০২:৩০ পিএম সিংড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ভেজালের মোড় এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত জামায়াত সমর্থকরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০), সাগর (২৫) এবং স্বপনের ১০ বছর বয়সী কন্যা শিশু সুমাইয়া খাতুন। অন্যদিকে বিএনপি সমর্থকদের মধ্যে আহত হয়েছেন, আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) ও কোরবান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষ্যে নাজমুলসহ কয়েকজন নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। এ নিয়ে বিএনপি সমর্থক হাবিল, কাবিল, কাউসারসহ কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ভেজালের মোড় এলাকায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। এ সময় লোহার রড, হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে একপক্ষ অপরপক্ষে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Side banner