Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দিনাজপুর শিক্ষা বোর্ডের ফটকে তালা, কর্মকর্তা-কর্মচারি অবরুদ্ধ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ২২, ২০২৫, ০৬:১৯ পিএম দিনাজপুর শিক্ষা বোর্ডের ফটকে তালা, কর্মকর্তা-কর্মচারি অবরুদ্ধ

শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পদত্যাগের থেকে দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করেছে তারা। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়। পরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা মেরে দেয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা।
পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করে। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা অবরোধ করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তারা সেখানে বিক্ষোভ করে।

Side banner