ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
এ সময় তিনি বলেন, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনা আমাদের জন্য বড় এক দুঃখের দিন। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে বিমান চলাচলের ক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে যে প্রাণহানি ঘটছে, তার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানাচ্ছি।
তিনি হুঁশিয়ার করে বলেন, বিমান দুর্ঘটনা তদারকিতে গাফিলতি বরদাস্ত করা হবে না। ছোট ছোট মাসুম বাচ্চাদের আর্তনাদ আমাদেরকে কতটা মর্মাহত করেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, শুকুড়ী সেলিম, আবু কালাম, বিউটি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়ায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :