Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষাবোর্ডের গেটে তালা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ২২, ২০২৫, ০৪:৫০ পিএম শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষাবোর্ডের গেটে তালা

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।
তারা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’-এমন বিভিন্ন শ্লোগানে দিতে থাকেন। এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেইটে তালা লাগিয়ে দেন।
মিছিলে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
তাদের দাবিগুলো হল- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, মাইলস্টোনের বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিশ জারি করেছে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা।
প্রায় দেড় ঘণ্টা পর বেলা ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদের মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরাও ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।

Side banner