Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তে নিহত সামিউলের দাফন মেহেন্দীগঞ্জে সম্পন্ন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৫, ০৪:৫৮ পিএম বিমান বিধ্বস্তে নিহত সামিউলের দাফন মেহেন্দীগঞ্জে সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 
এ দিন সকালে গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন বাড়িতে। রেজাউল করিমের ছেলে সামিউল ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
সামিউলের নানা আবু জাহের মাল বলেন, আমার নাতিকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। এর পুনরাবৃত্তি আর যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Side banner