Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ: তোপের মুখে আইন উপদেষ্টা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৫, ০১:১২ পিএম মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ: তোপের মুখে আইন উপদেষ্টা

বিমান দুর্ঘটনার কবলে পড়া ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাওয়ার পর সেখানে বিক্ষোভরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘটনাস্থলে আসেন। এসময় তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান তোলেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির ‘হায়দার আলী ভবন’ পরিদর্শন শেষে বের হবার সময়ও আসিফ নজরুলের পথ আটকে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠানটির ভবনের সম্মেলনকক্ষে যাচ্ছিলেন আসিফ নজরুল। ওই সময় আইন উপদেষ্টা হাত তুলে কিছু বলতে চাইলেও সে সুযোগ তিনি পাননি। শিক্ষার্থীরা দুই হাত তুলে ফের আইন উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন।
তখন আইন উপদেষ্টার পাশাপাশি হেঁটে যাওয়ার সময় মাইলস্টোনের এক শিক্ষার্থী কিছু বলতে চাইলে, আসিফ নজরুল বলেন, “ওকে বলতে দাও, বলতে দাও’। অন্যপাশে এক পুলিশ সদস্যকে আইন উপদেষ্টার পাশে সতর্কভাবে হেঁটে যেতে দেখা যায়।
ওই বিক্ষুব্ধ শিক্ষার্থী এই দুর্ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে লাশের সঠিক হিসাব তুলে ধরতে বলেন। জবাবে আইন উপদেষ্টা কিছু বলার চেষ্টা করলেও বিক্ষোভে নামা শিক্ষার্থীদের স্লোগানে তার কথা চাপা পড়ে যায়।
পরে আসিফ নজরুলসহ কয়েকজন শিক্ষক ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে প্রবেশ করেন। সভা কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সভাকক্ষে ৫/৭৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে ভেতরে ডেকে নেওয়া হয় আলোচনার জন্য।
বৈঠকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও আছেন। বৈঠক চলাকালে বাইরে শত শত শিক্ষার্থী ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে বিক্ষোভ চালিয়ে যান।
সকাল ৯টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি সংলগ্ন গোলচত্বর এলাকায় ছয় দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।
শিক্ষার্থী তাহমিদ ফাইয়াজ বলেন, আমরা, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল।
আরেক শিক্ষার্থী ফারিহা তাবাসসুম বলেন, এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, আমরা এর জবাব চাই। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।
শিক্ষার্থীদের ছয় দাবি হচ্ছে-
নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা
আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জনসমক্ষে সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।
নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।
বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।
বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

Side banner