Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

রাজধানীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২৬, ১২:২৫ পিএম রাজধানীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিম ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাশিরহাট গ্রামের মৃত আনিসুল মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে জুরাইন এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী নবাবপুরে ভ্যান চালানোর পাশাপাশি লেবারের কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইনের বালুর মাঠ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Side banner