জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ প্রার্থীদের মনোনয়ন বাতিল দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন এলাকায় আসছে জুলাই ঐক্য।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে তারা ইসি ভাবনের কাছে আসে। তারা ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচির অংশ হিসেবে ইসি ভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ইসি এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সামনে। বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত আছে পুলিশের জাল কামানও।








































আপনার মতামত লিখুন :