Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:৪০ এএম তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ির ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করেন তারা। পরে আগুন দেওয়া হয়।
এর আগে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কালি নাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরে আলম চত্বরে দিয়ে সমাবেশ করেন ছাত্র ও জনতা।

Side banner