Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তারাবো পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর মার্চ ২৩, ২০২৫, ১০:৩০ পিএম তারাবো পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং তারেক রহমান কৃতক ঘোষিত ৩১ দফা জনগনের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলার তারাবো পৌরসভার রুপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসিউদ্দিন নাসিরের সভাপতিত্বে দেওয়ান মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিজিএম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। 
অনুষ্ঠানে চ্যানেল এস টিভির উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারাবো পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত মীরসহ তারাবো পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

Side banner