Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী এপ্রিল ৭, ২০২৫, ০৯:২১ পিএম গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা। 
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার বিক্ষোভ মিছিল বাদ আসর চাপা মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরপট্টি, দিলালপুর, চারতলা মোড়, বীণাবাণী হয়ে শহিদ চত্বরে এসে শেষ হয়। 
জেলা জামায়াতের সেক্টেটারি মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় বক্তব্য  রাখেন, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, সহ-সেক্রেটারি এস এম সোহেল, পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, পৌর আমির মাওলানা আব্দুল লতিফ, জেলা বার সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, ছাত্র শিবির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইসরাইল ন্যাক্কারজনক ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে, সেটি রীতিমতো মানবতার চরম লঙ্ঘন। আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করছে, আমরা বসে থাকতে পারি না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। 
এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা সবাইকে ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বর্জনের পরামর্শ দেন।

Side banner