ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামের মহেন্দ্র কুমার দেবনাথের ছেলে ছাত্রদল নেতা ভাবন দেবনাথ বারবার হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি (১৬ই ফেব্রুয়ারী ২০২৩) রাতেও একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে অতর্কিতভাবে আক্রমণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে দশদোনা বৃদ্ধাশ্রম রোডে একা থাকাকালে একদল মুখোশধারী ব্যক্তি তাকে আক্রমণ করে, যার ফলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি, সোহাগ মিয়া, তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, ভাবন দেবনাথ ছাত্রদলের একজন নিবেদিত নেতা। তিনি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় বারবার হয়রানির শিকার হচ্ছেন।
ভাবন দেবনাথ অভিযোগ করেন, আমি হিন্দু এবং ছাত্রদলের রাজনীতি করি বলে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে হত্যা করার জন্য এই আক্রমণ চালিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বিএনপি নেতারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :