Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মেয়র হতে চাওয়া মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৫, ০৩:৫৫ পিএম মেয়র হতে চাওয়া মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘোষণা দেওয়ার আবেদন জানিয়ে দায়ের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।
সোমবার (৫ মে) দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ আদেশ দেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আইনজীবী আবদুল্লাহ নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে ৫ মে মামলাটির অধিকতর শুনানির দিন ছিল। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের হলে তা গ্রহণযোগ্য হতো। মুফতি ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর।
তিনি আরও বলেন, ১৭ এপ্রিল আমরা মামলা দায়ের করি। মামলা নিয়ে ১৮ ও ২৪ এপ্রিল দুই দফায় শুনানি হয়। তামাদি আইনে মামলা দায়ের হয়েছিল। বরিশাল ট্রাইব্যুনালের রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ।

Side banner