Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পদ্মার দুই ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ৫, ২০২৫, ০৫:০২ পিএম পদ্মার দুই ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ। উন্মুক্ত নিলামে মাছ দুটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় জেলে কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন জেলে কবির হালদার। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
স্থানীয় জেলে ও আড়তদাররা জানান, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিললেও তা পরিমাণে খুবই কম। ধরাও পড়ছে কম। এ কারণে বাজারে বড় ইলিশের দাম বেড়ে গেছে।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, অনেকদিন পর আড়তে বড় সাইজের ইলিশ এসেছে। পদ্মার বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। সামান্য লাভে মাছ দুটি বিক্রি করে দেবো।

Side banner