নড়াইলের অন্যতম ব্যস্ততম যোগাযোগ মাধ্যম কালনা-নড়াইল-যশোর মহাসড়ক বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মহাসড়কের দুই পাশে গাছ ব্যবসায়ীদের গাছের লক সংরক্ষণ এবং অবৈধ দোকানপাট গড়ে ওঠার কারণে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে দিন দিন এখানে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশে গাছ ব্যবসায়ীরা সড়কের একাংশ দখল করে গাছের লক রেখেছেন। পাশাপাশি সড়কের দুইধারে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় পথচারী এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এমনিতেই সরু এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত দশটি জেলার যানবাহন চলাচল করে, যার ফলে যানজট ও দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা জানান, নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, এবং বড় দুর্ঘটনার আশঙ্কাও প্রবলভাবে দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী ও পথচারীরা চরম ঝুঁকিতে রয়েছেন।
এ বিষয়ে নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন, পূর্বে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং গাছ ব্যবসায়ীদেরও রাস্তা থেকে গাছ সরিয়ে নিতে বলা হয়েছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান করতে হলে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, সবাই যদি সচেতন না হয়, তাহলে কেবল প্রশাসনের পক্ষ থেকে একার পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কটি চার লেন্থে প্রশস্ত করন ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে গাছের লক এবং অবৈধ দোকানপাট অপসারণ করা না করলে মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :