রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২৮ কেজি। লাভের আশায় মাছটি পঞ্চাশ হাজার ৪০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের ‘চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের’ মালিক চান্দু মোল্লা।
শনিবার (৩ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনা নদীর মোহনায় পাবনা জেলার ঢালার চর এলাকার জেলে জামাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।
জামাল প্রামানিক বলেন, ভোররাত থেকে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সকাল ৯টার দিকে জালে টান পড়লে উপরে তুলে দেখা যায় একটি বড় কাতলা মাছ জালে আটকা পড়ে। সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ঘাটের মোমিন মন্ডলের মাছের আড়তে নিয়ে আসি। মাছটির ওজন ২৮ কেজি।
আড়তদার মোমিন মন্ডল বলেন, সকালে ২৮ কেজি ওজনের কাতলা মাছটি নিলামে উঠলে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নেন চান্দু মোল্লা। মাছ বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে এক হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।
আপনার মতামত লিখুন :