গাজীপুরের এক ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন। শনিবার (৩ মে) দুপুরে মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২ টার দিকে মহানগরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী অন্যান্য গুদামে ও বাড়িতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
বেলা সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে ড্যাম্পিংয়ের কাজ করছিল এ রিপোর্ট লেখা পর্যন্ত।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, আগুনে মালামালসহ বেশ কয়েকটি গুদাম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তসাপেক্ষে সেগুলো নিরূপণ করা হবে।
আপনার মতামত লিখুন :