ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রী সমমান করার দাবিতে গোপালগঞ্জে শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেছে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার (৩ মে) সকালে ক্লাস বর্জন করে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১১ টায় গোপালগঞ্জ পৌর পার্কের শহীদ মিনারে অবস্থান করে আন্দোলনকারীরা। এ সময় তারা প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন শ্লোগান দেয়। ঘন্টাখানেক সেখানে অবস্থানের পর বিক্ষোভ মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসে ফেরে তারা।
অবস্থানকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান, শিক্ষার্থী শারমিন নাহার তমা, রিমা হালদার, কেয়া জয়ধর প্রমুখ বক্তব্য রাখেন। সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয়।
আপনার মতামত লিখুন :