Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী 


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক মে ৩, ২০২৫, ০৯:২২ পিএম পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী 

ইয়েমেনের স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক হঠাৎ পদত্যাগ করেছেন। শনিবার (৩ মে) নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আওয়াদ বিন মুবারক জানিয়েছেন যে তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।
বিবৃতিটি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন ইয়েমেনের বিদায়ী প্রধানমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ‘প্রয়োজনীয় সংস্কার’ করতে সীমিত ক্ষমতার কারণে নিজের ভূমিকা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।
পদত্যাগের ঘোষনার পাশাপাশি পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য দোয়াও কামনা করেছেন আওয়াদ বিন মুবারক। একইসঙ্গে দেশের নতুন নেতৃত্বকে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জনগণকে।
মূলত, ইয়েমেনে দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল ক্রমশ। তার ওপর অর্থনৈতিক সংকটের কারণে আরও প্রবল হচ্ছিল বিক্ষোভের আগুন।
গ্রীষ্মকালে প্রতিদিন প্রায় ২০ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়েছে ইয়েমেনবাসীকে। বিদ্যমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছিল এ পরিস্থিতি।

Side banner